১৯৯০ সনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠার পর অধিদপ্তরটিকে ২৫ টি উপ-অঞ্চলে বিভক্ত করে এর কার্যক্রম পরিচালিত হতে থাকে। সে হিসাবে গাইবান্ধা জেলা পূর্বে গাইবান্ধা সার্কেল হিসেবে রংপুর উপ--অঞ্চলের অধীন ছিল। পরবতীতে অধিদপ্তর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে অধিদপ্তরটির সাংগঠনিক পরিবর্তন করে দেশের ৬৪ টি জেলায় এর কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। সে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা নামে এর যাত্রা শুরু হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র্ণ কার্যালয় অধিক্ষেত্র সমগ্র গাইবান্ধ জেলার ০৭ (সাত)টি উপজেলা যথা- ১।গাইবান্ধা সদর ২।সুন্দরগঞ্জ ৩। সাদুল্যাপুর ৪।পলাশবাড়ী ৫।গোবিন্দগঞ্জ ৬।সাঘাটা ৭। ফুলছড়ি নিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস